ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মৌসুমী চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪১, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এবার চামড়া বেচাকেনায় গতি নেই দেশের দ্বিতীয় বৃহৎ চামড়া মোকাম নাটোরে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোরবানীর চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীদের মাথায় হাত। তবে ট্যানারি মালিকদের দাবি, তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। প্রতিনিধিদের সহয়াতায় রিপোর্ট করছেন রত্না জামান।

ক্রেতা না থাকায় ও দাম কম হওয়ায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। গ্রাম গঞ্জ থেকে বেশী দামে চামড়া কিনে লোকসানের মুখে তারা। এদিকে নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মোকামে বকেয়া টাকার জন্য ঈদের ক’দিন আগে থেকেই ঘুরছেন নওগাঁ,বগুড়া,কুষ্টিয়া,পাবনাসহ আশে পাশের কয়েক জেলার ব্যবসায়ীরা।

আড়তে আড়তে ধর্না দিয়েও মেলেনি বকেয়া পাওনা। কারো কারো পাওনা অর্ধ কোটি টাকার কাছাকাছি। ঋণ নিলেও বকেয়া টাকা পরিশোধ করছেন না ট্যানারি মালিকরা ।

এবার চামড়ার নির্ধারিত মূল্যে অসন্তোষ জানিয়ে চামড়া পাচার আতংকসহ পচনের শংকা প্রকাশ করেছেন জেলা মোকামের নেতারা। বকেয়া পরিশোধ সহ চামড়ার মোকামে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠরা উদ্যোগ নেবে আশা স্থানীয় চামড়া ব্যবসায়ীদের।

 ভিডিও.

  

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি