সরকারি অফিস খুলেছে আজ
প্রকাশিত : ১২:২৯, ২৬ আগস্ট ২০১৮

ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিস খুলেছে আজ রোববার। এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
সারা দেশে ২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি ভোগ করেছেন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রেল, সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরেছেন মানুষ। এখনও ফিরছেন অনেকে।
সূত্র : বাসস
এসএ/
আরও পড়ুন