ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইভিএম ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

আজ রোববার কমিশনের ৩৫তম সভার পর  গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রফিকুল বলেন, আরপিও সংশোধনের  চিন্তাভাবনা চলছে। এ জন্য আমরা বৈঠক করেছি। আগামী ৩০ আগস্ট আবারো আলোচনায় বসব।

আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসছে। এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। দ্রুত আরপিও সংশোধন করা হলে তা কীভাবে সংসদে পাস করা সম্ভব হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠাব। এর মধ্যে পাস করা হলে হল, নয়তো বিদ্যমান আইনেই নির্বাচন হবে।

চলতি বছর শেষে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংস্কার আর হচ্ছে না  এমন কথা কয়েক দিন আগে বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

গত সপ্তাহে ইভিএম ব্যবহারসহ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কমিশনে আলোচনার কথা জানান নির্বাচন কমিশনার কবিতা খানম।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

সংসদ নির্বাচনের জন্য কমিশনের ‘মোটামুটি’ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ইভিএম ব্যবহারের জন্য সক্ষমতা লাগবে, আস্থার ব্যাপার আছে। প্রশিক্ষিত লোকবল লাগবে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সেভাবে এগোব।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি