ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

জাতিসংঘের সিডিপির সদস্য হলেন ড. দেবপ্রিয়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হয়েছেন। তাকে তিন বছরের জন্য এ পদে নিযুক্ত করা হয়েছে।   

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সাম্প্রতিক অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার সিপিডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।      

ড. দেবপ্রিয় বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একজন সম্মানীয় ফেলো। বর্তমানে তিনি দুটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এলডিসি ফোর মনিটর এবং সাউদার্ন ভয়েস অন এসডিজির সভাপতি।

১৯৬৫ সালে জাতিসংঘের অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সিডিপি প্রতিষ্ঠিত হয়। স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি-পরামর্শ দিয়ে থাকে সংস্থাটি।  

তিন বছর পরপর সিডিপি স্বল্পোন্নত দেশের তালিকা পর্যালোচনা করে থাকে এবং এই তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে বের হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে। এছাড়া সংস্থাটি ২০২৪ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের সামগ্রিক অগ্রগতিও পর্যালোচনা করবে।

ড. দেবপ্রিয় জাতিসংঘসহ জেনেভা ও ভিয়েনায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক ছিলেন।

তিনি আঙ্কটাড মহাসচিবের স্বল্পোন্নত দেশবিষয়ক বিশেষ উপদেষ্টা ছিলেন এবং ২০১১ সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ সম্মেলন প্রস্তুতিতে অবদান রেখেছেন। এছাড়া আঙ্কটাড গভর্নিং বোর্ডের সভাপতি ছিলেন ড. দেবপ্রিয়। 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি