ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

৪শ’ হাজী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৭ আগস্ট ২০১৮

হজ পালন শেষে ফিরতে শুরু করেছেন হাজীরা। আজ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চারশ’ হাজী।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি রোববার দিবাগত রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে এসে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন ৪শ’ জন যাত্রী।

হাজীদের অনেকেই হজ ব্যবস্থাপনার বিষয়ে নানা অভিযোগ ‍তুলেন। যাত্রাপথে বিলম্বসহ নানা অভিযোগ তুলেন তারা। তবে কেউ কেউ হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।   

ঢাকায় আসায় ফাহাদ হোসেন নামে এক হাজী বলেন, সৌদি আরবের কিংস আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশি হাজী অসুস্থ হওয়ায় সোয়া এক ঘণ্টা দেরিতে প্লেন যাত্রা শুরু করে। আল্লাহর রহমতে হজ পালন শেষে দেশে ফিরে এসেছি তেমন কোনো সমস্যা হয়নি।

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি