ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ

১০ এজেন্সির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে সেদেশের সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। তাই ভুক্তভোগীদের দরখাস্ত দিয়ে অভিযোগ করতে বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। সেই সঙ্গে তিনি জানান, যে ১০ এজেন্সির মাধ্যমে লোক নেওয়ার কথা বলা হচ্ছে তাঁর নিয়ন্ত্রণ মন্ত্রনালয়ের হাতে নেই।

আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্ন ও তোপের মুখে শ্রমিক নিয়োগের সিন্ডিকেটকে শোকজ করার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, যেই ১০ এজেন্সির মাধ্যমে লোক নেওয়ার কথা বলা হচ্ছে তাদের আমরা নিয়ন্ত্রণ করি না। তাদেরকে মালয়েশিয়া সরকার কাজ দিয়েছে। যেহেতু একটা অভিযোগ উঠেছে আমি তাদের শোকজ করবো, জানতে চাইবো এমন কেন করেছে তারা। এর আগে এই বিষয়ে ডাটা সংগ্রহ করে নিই।

সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আমার পরিবারের কেউ ঢাকাতে আসেও না, ম্যান পাওয়ারের ব্যবসাও করে না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি