ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫০, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইলেকশন ইনশাল্লাহ যথাসময়েই হবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই ইলেকশন কেউ বানচাল করতে পারবে না।

আজ রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

 সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমের টাকাও ছাড়ে না, যারা গরীবের টাকা লুট করে খায়, এই সুদখোর, ঘুষ খোর তাদের জনগণ কেন মেনে নেবে সেটাই আমার প্রশ্ন। তাঁদের যদি জনগণ ভোট দেয় তবে আমরা এত কিছু করার পরও কেন ভোট দেবে না?

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় আছি, না দিলে নেই। এ নিয়ে কোনো আক্ষেপও নেই। নির্বাচন যথাসময়েই হবে।

বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামালের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ফাঁকা হাড়ি বাজে বেশী। আমিও চাই রাজনৈতিক জোট হোক, নির্বাচনে সবাই আসুক, কনটেস্ট করুক। নির্বাচন অবাধ নিরপেক্ষ হোক তাতে কোনো সন্দেহ নেই। জনগণের ভোট চুরি করতে আসি নি। জনগণকে দিতে এসেছি।

আ আ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি