ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বি. চৌধুরী-কামালের উদ্দেশে প্রধানমন্ত্রী

তাঁরা মুখে গণতন্ত্রের কথা বলে, কাজ করে অগণতান্ত্রিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কাজ করে অগণতান্ত্রিক। অস্থিতিশীলতা খোঁজে বেড়ায়। অগণতান্ত্রিক শক্তি এসে ক্ষমতায় বসিয়ে দেবে এই চিন্তা ফেরি করে ঘুরে বেড়ায়।

আজ রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত বিমসটেকের চতুর্থ সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিরোধী দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আন্দোলনে বিশ্বাস করি। কেউ কিছু চাইলে বলি আগে আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে আমি কিছু দেব না। কামাল হোসেন সাহেবদের সঙ্গে আন্দোলন করতে হবে। আন্দোলন করে যদি উনারা সফল হন আর উত্তরপাড়া থেকে যদি কেউ আসে তাহলে উনারা সাফল্য অর্জন করবেন।

সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা আন্দোলন দেখলেই সবাই ঘাড়ে বসতে চায়। আমি প্রথমে দেখি, ছেড়ে দিই। তারপর কেউ ঘাড়ে এসে বসে। আস্তে সরিয়ে দিই। তবু না হলে কী করব?

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি