হেলমেট ছাড়া তেল মিলবে না পাম্পে
প্রকাশিত : ১৩:৪২, ৪ সেপ্টেম্বর ২০১৮

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকাতে বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এ সব স্টপেজ ছাড়া কোথাও বাস না থামানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এর পাশাপাশি বাস স্টপেজ ছাড়া কোনও জায়গায় বাসের দরজা খুলবে না, বন্ধ থাকবে। আর যাত্রীরাও বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও নামতে পারবেন না বলেও জানান ডিএমপি কমিশনার। এছাড়া হেলমেট ছাড়া কোনও রাইডারকে পাম্প থেকে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ইতোমধ্যে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা হেলমেট না থাকলে তেল না সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, প্রতিটি বাসের সামনে চালকের ছবি ও ফোন নম্বর থাকতে হবে। বাসচালক সিটবেল্ট বেঁধে গাড়ি চালাবেন। এছাড়া চুক্তিভিত্তিক নয়, বাসের ড্রাইভার হবে বেতনভুক্ত।
তিনি আরও বলেন, চলতি মাসেই জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট রুটে অটো ট্রাফিকিং ব্যবস্থা চালু করা হবে। স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে এ সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এটি আমরা মডেল প্রোজেক্ট হিসেবে নিয়েছি। পর্যাক্রমে অন্যান্য রুটেও এ ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বরকে ট্রাফিক মাস ঘোষণার বিষয়ে কমিশনার বলেন, আইন না মানার প্রবণতা জনগণের সবচেয়ে বড় সমস্যা। আমরা সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ এবং সচেতনতা তৈরির জন্য ট্রাফিক মাস ঘোষণার উদ্যোগ নিয়েছি। পুলিশের এ উদ্যোগে সহায়তা করবে রোভার্স স্কাউট, গার্লস গাইড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্স সোসাইটি।
একে//
আরও পড়ুন