ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ।

আজ বুধবার থেকে শুরু হওয়া দু`দিনব্যাপী সার্ক অঞ্চলের নির্বাচন কমিশন (ইসি) নিয়ে গঠিত ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া`র (ফেমবোসা) নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। সেজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশন। তিনি সব দলকে নির্বাচনে আসার আহবান জানান।

সম্মলনের উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, সামনে একাদশ জাতীয় নির্বাচন। শক্তিশালী গণতন্ত্র চর্চায় আরপিও ও সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের নির্বাচন কমিশন দায়বদ্ধ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি