ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইভিএম নিয়ে যা বললেন সাবেক দুই সিইসি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০১, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তবে ইভিএমে ভোটারদের আস্থা অর্জনের তাগিদ দিয়েছেন তারা। আর ইভিএম নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান বিপরীতমুখী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার শেষ নেই।

যদিও কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর সম্মতির পাশাপাশি প্রশিক্ষণ ও সক্ষমতার ওপরই নির্ভর করছে ইভিএমের ব্যবহার।

শুরু থেকেই ইভিএমের বিরোধিতা করছে বিএনপি। আর আওয়ামী লীগের অবস্থান ইভিএমের পক্ষেই। 

তবে সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা বলছেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের আগে ভোটারদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাড়াহুড়ো করে চাপিয়ে না দিয়ে পরীক্ষামূলক ব্যাবহারেরও পরামর্শ তাদের।

ইসিকে অনাস্থার জায়গায় না রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান সাবেক এই দুই সিইসি ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি