ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন ৯০ শতাংশ মানুষই বিদ্যুৎ সেবা পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ এবং জ্বালানী মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন মাত্র ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো। আমরা সেটি বাড়িয়ে ৯০ শতাংশে উন্নীত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিই। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার উদ্যোগ নিই। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনও বাড়ানোর উদ্যোগ নিই।

২০০৯ সালে যেখানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল মাত্র ৮ হাজার সার্কিট কিলোমিটার সেখানে আমরা করেছি ১১১২২ কিলোমিটার। আর ওই সময়ে বিতরণ লাইন ছিল মাত্র ২ লাখ ৬০ হাজার কিলোমিটার। আমরা সেটি বাড়িয়ে করেছি ৪ লাখ ৫৭ হাজার কিলোমিটার।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি কিলোওয়ট বিদ্যুৎ উৎপাদনের খরচ ৬ টাকা ২৫ পয়সা। উৎপাদন খরচ আমরা নিচ্ছি না। বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ৪ টাকা ৮২ পয়সায়। আমরা বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি। অনন্তকাল হয়তো এই ভর্তুকি দেওয়া হবে না। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 

বিদ্যুত খাতের সরকারের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে সামগ্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সারা দেশে ৪৩ লাখ সোলার দিয়েছি। আরও দেওয়া হবে। আমরা সিস্টেম লস কমিয়ে এনেছি। বর্তমানে সিস্টেম লস ১১ দশমিক ৪০ শতাংশ। বিদ্যুৎ প্রাপ্তি প্রতি ঘন্টায় ৪৬৪ কিলোওয়াট।

সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান সবাইকে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সচেতন হওয়ার কথা বলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি