ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রতিটি ঘরে বিদ্যুৎ ও জ্বালানি পৌছে দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি ঘরে বিদ্যুৎ ও জ্বালানি পৌছে দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে অনির্বাণ আগ্মাী প্রতিপাদ্যে বিদ্যুৎ ও  জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন বিভাগে ৩৫ প্রতিষ্ঠান ও ৪৭ ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তৃতায় দেশের জ্বালানি ও বিদ্যুৎখাতে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ ও জ্বালানি পৌছে দিতে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।   

শেখ হাসিনা বলেন, প্রতি কিলোয়াট বিদ্যুৎ উৎপাদনে ৬ টাকা ২৫ পয়সা খরচ হলেও তা সরবরাহ করা হচ্ছে ৪ টাকা ৮২ পয়সায়। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত, নেপাল ও ভুটান থেকে আরো বিদ্যুৎ আমদানির পরিকল্পনা কথা জানান বঙ্গবন্ধুকন্যা। গ্যাসের চাহিদা পুরণে কাতারের পাশাপাশি ওমান থেকেও এলএনজি আমদানির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি