ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঢাকা রেজ্যুলেশন ঘোষণায় শেষ হলো ফেম্বোসার নবম সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা রেজ্যুলেশন ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো সার্কভুক্ত দেশসমূহের নির্বাচন কমিশনগুলোর সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফাম্বোসা) নবম সম্মেলন। বুধবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার শেষ হলো দুই দিনব্যাপী এই সম্মেলন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় জোটের নবম এই সম্মেলন। এতে সার্কের সদস্য রাষ্ট্রগুলো অর্থ্যাৎ ভারত, বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নেন। প্রথমে অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিদের নিয়ে মোট ২১ জন প্রতিনিধি এতে অংশ নেন।

এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে ঢাকা রেজ্যুলেশন পাস হয়। এই রেজ্যুলেশনে নয়টি বিষয়ে ফোরামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নির্বাচনের স্টেক হোল্ডারগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করা, নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় তদারক ও নিয়ন্ত্রণ করা, ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী সংস্থার প্রতি আস্থা তৈরি এবং নির্বাচনে সাইবার হুমকি থেকে নিরাপত্তা জোরদার করা অন্যতম।

এর আগে সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর ফেম্বোসার বর্তমান চেয়ারম্যান স্বাগতিক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নিকট ফেম্বোসার চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হয়। আজ থেকে আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও ৮টি টেকনিক্যাল সেশনে অংশ নেন সম্মেলনে আসা প্রতিনিধিরা।

প্রসংত, বাংলাদেশ থেকে ২০১০ সালে ফেম্বোসার যাত্রা শুরু। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের ক্রমানুসারে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হলো। আগামী বছর পাকিস্তানে এর দশম সম্মেলন অনুষ্ঠিত হবে।

এসএইচএস/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি