ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পুলিশ ইন্সপেক্টরদের ঝুঁকিভাতা

অর্থ মন্ত্রণালয়ের অসম্মতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৫, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘পুলিশ ইন্সপেক্টর’ পদমর্যাদার কর্মচারীদের ঝুঁকিভাতা প্রদানের জন্য স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের করা অবেদন নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব লায়লা মুনতাজেরী দীনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পুলিশ ইন্সপেক্টরদের ঝুঁকিভাতা প্রদানে অসম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে পুলিশ বাহিনীর ‘পুলিশ ইন্সপেক্টর’ পদমর্যাদার কর্মচারীদের ঝুঁকিভাতা প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হলো।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি