ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে নারী পেলেন সুখ মন্ত্রণালয়ের দায়িত্ব

প্রকাশিত : ১৭:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Happiness Ministerসংযুক্ত আরব আমিরাতে সুখ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ওহুদ আল রুমি নামে এক নারী। দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওহুদের নিয়োগের কথা জানান। ওহুদ বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত। এর পাশাপাশি সুখ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। পরিকল্পনা আর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির সুখ-শান্তি নিশ্চিত করবে নতুন এই মন্ত্রণালয়। গেল বছর বিশ্ব শান্তির সূচকে ২০তম অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। এই অবস্থানকে এগিয়ে নিতেই গেল সোমবার সুখ মন্ত্রণালয় ঘোষণা করে দেশটির সরকার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি