ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

কাস্টমস কমিশনার মতিউর রহমানের পিতার ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) এর সাবেক কমিশনার, বর্তমানে চীনে কর্মরত মো. মতিউর রহমানের পিতা আলহাজ মো. আবদুল হাকিম হাওলাদার আর নেই। শুক্রবার রাত ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি হাওলাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান। আজ বাদ জোহর জানাযা শেষে মুলাদী, বরিশালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আবদুল হাকিম হাওলাদারের মৃত্যুতে এনবিআর চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীরা শোক জানিয়েছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি