ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

‘দ্রুততম সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দ্রুততম সময়ে জনগণের জন্য গুণগত মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম। আজ রোববার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, দেশের মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নিরাপদ পণ্য পৌঁছে দেওয়া বিএসটিআইর দায়িত্ব। দ্রুততম সময়ে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারলে বিএসটিআই সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা তৈরি হবে। বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মো. জাকির হোসেন, যুগ্ম-সচিব মোহাম্মাদ মুসা, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (সিএম) প্রকৌশলী এস.এম. ইসহাক আলী, পরিচালক (পদার্থ) বেগম শামীম আরা, পরিচালক (মান) মো. তাহের জামিলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্মকর্তাদের উদেশ্যে শিল্প সচিব বলেন, বিএসটিআইর কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে হলে বিএসটিআইকে সর্বোচ্চপ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বিএসটিআই কর্মকর্তাদের উচিৎ হবে ভালো কাজ করার পাশাপাশি ভালো কাজগুলোকে দৃশ্যমান করে তোলা।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি