ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

রাজধানীতে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১০, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা গেছে।

ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। রাজধানী অধিকাংশ কেন্দ্রে বেলা ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে শুরু করে।

রাজধানীর বিভিন্নকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। রাজধানীর সিটি কলেজ কেন্দ্র (ঢাকা-১০ আসন) সকাল থেকেই নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর মিয়া বলেন, ‘সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট দেওয়ার মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেওয়ার কিছু সময় পর তার আইসিটি উপদেষ্টা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় ভোট দেন।

ভোটাররা কোন প্রকার শঙ্কা ছাড়া নিজেদের ভোটাধিকার প্রদান করছেন। পরিবেশ অনেক ভালো, কোনও সমস্যা নেই। কেন্দ্রের ৭টি বুথে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই এজেন্ট রয়েছে।

প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ রোববার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ভোট সুষ্ঠুভাবে প্রদান করেছি। আর এ জন্য আমরা আশাবাদী।’

বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, এই সহিংসতা বন্ধ হবে কবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। জয় আমাদেরই হবে। আমাদের বিজয়ের মাধ্যমে এ সহিংসতা বন্ধ হয়ে যাবে।’

সকাল ৯টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন বলেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে। রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার। তবুও ঐক্যফ্রন্ট জয়ের ব্যাপারে আশাবাদী।
সিটি কলেজ কেন্দ্রে বিএনপির এজেন্ট আমিন আহমেদ বলেন, ‘আমি সাড়ে সাতটার দিকে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। কোনও সমস্যা হয়নি, কোনও বাঁধাও দেওয়া হয়নি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’

নৌকার এজেন্ট আরিফা ইয়াসমিন বলেন, ‘অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকে কোন ধরনের সহিংস পরিবেশ দেখিনি। আশা করছি, শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকবে।’

রাজধানী সাইন্স ল্যাবের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোন ধরনের সহিংস পরিবেশ তৈরি হয়নি। আমি ভালোভাবে ভোট দিয়েছি।’

ওয়াপদা রোড এলাকার আল ফুরকান ইংলিশ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং শেখ মোহাম্মদ মহসীন বলেন, ‘সকাল থেকে যেমন চলছে, এমনভাবে যদি চলে— তাহলে আশা করি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে।’

রাজধানীর বনশ্রী এলাকার হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহিনুক্কামান জানান, ‘এই কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা ৩১৫৭ জন। সুষ্ঠুভাবে ভোট চলছে। তবে এখানে বিএনপির কোনও এজেন্ট নাই।’

রাজধানীর বাড্ডা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। মধ্য বাড্ডা এলাকায় আলাতুলনেছা স্কুল অ্যান্ড কলেজ ও ভোলা স্কুলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন কোনো ঝামেলা ছাড়া। একাধিক নারী ও পুরুষ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোনো ঝামেলা নেই।

অভি নামে একজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি প্রথম এবার ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ ভালো। কোনো ঝামেলা নেই। পরিবেশ সুষ্ঠু রয়েছে।

নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচল না করলেও ভোটারদের হেঁটে কেন্দ্রে আসতে দেখা যায়। তেমনি একজন রাবেয়া খাতুন। তিনি তার দুই মেয়েকে নিয়ে ঢাকা ১৩ আসনে ফুলকুঁড়ি স্কুল এন্ড কলেজে ভোট দিতে এসেছেন। তার দুই মেয়ে এবার প্রথম ভোটার। রাবেয়া খাতুন বলেন, গত কয়েকদিন ভয় পেয়েছিলাম যে- ভোটকেন্দ্রে কোন হানাহানির ঘটনা ঘটে কিনা। কিন্তু ভোট দিতে আসার পর সেই ভয় কেটে গেছে।

মোহাম্মদপুর শারীরীক শিক্ষা কলেজে স্ত্রীকে নিয়ে ভোট দিতে এসেছেন সরকারী কর্মকর্তা আফজাল হোসেন। তিনি বলেন, অনেকে বলেছিল ভোট কেন্দ্রে মারামারি হবে। এরপরও ভোট দিতে আসলাম। কারণ পাঁচ বছরে একবার ভোট আসে। নিজেকে বঞ্চিত করব কেন?’

মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের প্রিসাইডিং অফিসার মো. আশিকুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।’

এই নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ (নৌকা) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে।

টিআর/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি