ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

তিন দশক পর বরিশাল সদরের এমপি ঠাঁই পেলেন মন্ত্রিসভায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৩০, ৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে বরিশাল-৫ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি। `৯১ সালের নির্বাচনের পর থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সদর আসন থেকে নির্বাচিত কোনো এমপি মন্ত্রিসভায় ঠাঁই পাননি। জাহিদ ফারুক শামীম পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী।

২০০৮ সালে প্রথমবারের মতো বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছিলেন জাহিদ ফারুক শামীম। ওই নির্বাচনে মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যান বিএনপির মজিবর রহমান সরোয়ারের কাছে। দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সদর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র মরহুম শওকত হোসেন হিরণ। একই বছর ৯ এপ্রিল হিরণের অকাল প্রয়াণে উপনির্বাচনে বিজয়ী হন তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

 

সর্বশেষ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সদর আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পান জাহিদ ফারুক শামীম। ওই নির্বাচনে পুরনো প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ারকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে হারান তিনি।

 

 টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি