ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫

যান্ত্রিক ত্রুটি : শাহ মখদুমে ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (বাংলাদেশ-৪৯২) বিমানটি আটকে গেছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি আটকে যায়। ফলে বাতিল করা হয়েছে নির্ধারিত ফ্লাইট। হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিকেল ৩টায় প্লেনটি রাজশাহী থেকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে হয়ে উঠেনি।
এদিন বিকেল ৩টায় ৭৪ জন যাত্রী নিয়ে আবারও ঢাকায় যেতে প্লেনটি আকাশে উড্ডয়নের চেষ্টা করে। তখন অভ্যন্তরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দু’বার চেষ্টা করেও প্লেনটি উড্ডয়নে ব্যর্থ হয়। এ সময় ওই ফ্লাইটটি বাতিল করা হয়। পরে শেষ পর্যন্ত ওই প্লেনটি শাহ মখদুম বিমানবন্দরেই থেকে যায়।
রাজশাহী বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘বিমানের ওই ফ্লাইট বাতিল হওয়ায় ফিরে যাওয়া যাত্রীদের পরিবহনের ব্যবস্থা করে দেওয়া হয়। প্লেনটিতে যাত্রী হিসেবে সরকারের একজন অতিরিক্ত সচিব, কয়েকজন বিদেশিসহ ৭৪ জন ছিলেন।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি