ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টাকেই আবার নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৫৭, ১৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার প্রজ্ঞাপনের গেজেট জারি হয়, যদিও তা সোমবার প্রকাশ করা হয়েছে। এরা সবাই গত সরকারের সময়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উল্লেখ্য, উপদেষ্টা থাকাকালীন এ পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি