ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আবারও কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গুলি চালানোর অভিযোগ পাকিস্তানের

প্রকাশিত : ১৩:১৪, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৬, ৪ অক্টোবর ২০১৬

kasmirভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গুলি চালানোর অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এ তথ্য জানায়। এতে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে সামাহনি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। এসময় পাকিস্তানও পাল্টা জবাব দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গেল বুধবার ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইকের পর এ নিয়ে কাশ্মির সীমান্তে চার দফায় গোলাগুলি হয়েছে। এদিকে চলমান পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান ও কাশ্মির অংশকে আরো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্রদপ্তরের অধীনে আলাদা বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি