ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিভ্রান্তিকর প্রচার নিয়ে চলছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম

প্রকাশিত : ১৭:৩১, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩১, ৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

অদক্ষ কর্মী আর বিভ্রান্তিকর প্রচার নিয়ে চলছে বহু প্রতীক্ষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। সেই সাথে কারিগরি ত্রুটির কারণে চোখের কনিনীকার প্রতিচ্ছবি আর দশ আঙুলের ছাপ দিয়েও অনেক নাগরিক পাচ্ছেন না স্মার্ট কার্ড। তবে নির্বাচন কমিশন বলছে, পরীক্ষামূলক এ কার্যক্রমের সব ত্রুটি বিবেচনায় নিয়ে পরবর্তীতে সমাধান করা হবে। ব্যাক্তিগত যাবতীয় তথ্য সম্বলিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে বেশ আগ্রহ নিয়েই বিতরণ কেন্দ্রে আসছেন নাগরিকরা। কেন্দ্রে এসে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। আবার কেউ চোখের কনিনীকার প্রতিচ্ছবি এবং দশ আঙুলের ছাপ দিয়েও মিলাতে পারছেন না পরিচয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কার্ড সংগ্রহের আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন। তার পরও জটিলতা তৈরী হওয়ার বিষয়ে প্রকল্প পরিচালক জানিয়েছেন, শুরুতে সমস্যা যাচাই করা হবে। সমস্যার তাৎক্ষণিক সমাধান না দিলেও অভিযোগ দাখিলের জন্য রেজিস্ট্রার খাতা খোলা হয়েছে নির্বাচন কমিশনে। কারিগরি ত্রুটি এবং জনবল সংকটের বিষয়টি স্বীকার করে পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কিছু নাগরিক কোনরকম ভোগান্তি ছাড়াই হাতে পেয়েছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি