ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

পুষ্পাঞ্জলিতে ভরে উঠছে জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশিত : ১৫:১০, ২৬ মার্চ ২০১৯

মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাঙালি জাতি। সর্বস্তরের জনতার পুষ্পাঞ্জলিতে ভরে উঠছে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দেশের অন্যান্য এলাকায়ও স্মৃতিস্তম্ভে অর্পণ করা হচ্ছে শ্রদ্ধার্ঘ্য।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্মৃতিসৌধে। পরে প্রধানমন্ত্রী তার দল আওয়ামী লীগের নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর সুসজ্জিত চৌকস সদস্যরা এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগেলে করুণ সুর বাজানো হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, বিদেশী কূটনীতিকবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে আরেকটি শ্রদ্ধাঞ্জলী জাতীয় স্মৃতিসৌধের বেদীতে অর্পণ করেন।

এছাড়াও, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ’৭১ এর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও শহীদদের বেদীতে শ্রদ্ধা জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, তোপধ্বনি ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।

মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহে জাতির সূর্য্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।

গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স¦াধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করার দাবির মধ্যে দিয়ে জামালপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধ্যা জানানো হয়।

চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে ও ঝিনাইদহ সদর থানার চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি