ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসের ভাড়া বেড়েছে

প্রকাশিত : ১২:৩৩, ২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইটের ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। তাই এই বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি এয়ারলাইনস প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এতে রুটগুলোয় চলাচলরত ফ্লাইটগুলোর যাত্রী পরিবহন সক্ষমতা চাহিদার তুলনায় কমে গেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইটের ভাড়া বেড়েছে।

সূত্র জানায়, সম্প্রতি ইতিহাদ এয়ারওয়েজ, ফ্লাই দুবাই ও ওমান এয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। এতে এসব রুটে সাপ্তাহিক যাত্রী পরিবহন সক্ষমতা কমেছে প্রায় এক হাজার জন। পাশাপাশি ওমরাহ যাত্রীর সংখ্যাও এখন বেড়ে দাঁড়িয়েছে আগের তুলনায় দ্বিগুণ। ফলে গত ফেব্রুয়ারী মাস থেকে বাংলাদেশ থেকে পরিচালনাকারী মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, রিয়াদ, দাম্মাম মদিনা, দুবাই দোহা, বাহরাইন মাস্কাট, কুয়েত, সারজাহসহ বিভিন্ন রুটে আসন সংকট চরম আকার ধারণ করছে। এ আসন সংকটের সুযোগ নিয়ে এয়ারলাইন্সগুলো বিভিন্ন রুটের ভাড়া দ্বিগুণ করছে।

ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ বলেন, ভাড়া বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যপ্রাচ্যের শ্রমিক যাত্রীরা। দ্বিগুণ টাকা খরচ করেও তারা অনেক সময় ফ্লাইটে সিট পাচ্ছেন না। যথাসময়ে কর্মস্থলে যোগ দিতে না পেরে চাকরি হারানোর ঝুঁকিতে পড়ে যাচ্ছেন তারা। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের ভ্রমণ বেড়ে যাবে। চলমান ওমরাহ ও আগামী হজসহ নানা কারণে বাংলাদেশ থেকে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ ভ্রমণযাত্রীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে। ফলে এ সব রুটে আসন সংকট আরও তীব্র হবে বলে মনে করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি