ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

তিস্তা পানি চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২:০৭, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বহুল আলোচিত তিস্তা পানি চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধ্যায় ফরেইন সার্ভিস একাডেমির ‘ওয়াটার ডিপলোমেসি’নিয়ে আটদিন ব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন,‘তিস্তা নিয়ে আলোচনা এমন চূড়ান্ত পর্যায়ে গেছে যে সই হবে হবে। তারপরে একজনের কারণে এটা একটু দেরি হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাতে কথা হয়েছে।

উল্লেখ করে আব্দুল মোমেন বলেন,‘তারা বলেছেন বাকি নদীগুলোর সমস্যা সমাধানে তারা ইন প্রিন্সিবিল এগ্রি (নীতিগতভাবে একমত)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সার্টিফিকেট কোর্সে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৩ কর্মকর্তা অংশ নেন।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি