ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

কাল থেকে নৌযান চলাচল শুরু

প্রকাশিত : ২০:৪৩, ৪ মে ২০১৯ | আপডেট: ১০:১৩, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশ অতিক্রম করার পর আগামীকাল রোববার থেকে সারাদেশের অভ্যন্তরীন রূটে নৌযান চলাচল শুরু হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে শনিবার দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করার পর বিপদের আশঙ্কা কেটে যায়।

ঢাকা নদীবন্দরের (সদরঘাটের) যুগ্ম-পরিচালক আলমগীর কবির জানান, আগামীকাল রোববার থেকে লঞ্চ চলাচল শুরু করা যাবে। এর আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আজকের পরিস্থিতি আগামীকাল আরু অনুকূলে থাকবে বলে আশা প্রকাশ করেনিএ্ ি কর্মকর্তা।

গত বৃহস্পতিবার সকাল থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি