টাঙ্গাইলে খোলা আকাশের নিচে পাঠদান (ভিডিও )
প্রকাশিত : ১১:৫৩, ৫ মে ২০১৯ | আপডেট: ১৬:২৬, ৫ মে ২০১৯

টাঙ্গাইলের নাগরপুরে খোলা আকাশের নিচে চলছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। দুই বছর আগে বন্যায় বিদ্যালয় ভবনটি ধলেশ্বরীর গর্ভে বিলীন হওয়ার পর এখনও নির্মাণ করা হয়নি। আর ভবন না থাকায় স্কুলে আসতে চায় না শিক্ষার্থীরা। তবে শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
১৯৮৭ সালে গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারিকরণ হয়। ২০১৭ সালের বন্যায় ধলেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে যায় বিদ্যালয় ভবনটি। এরপর থেকে পাঠদান চলছে একটি বাড়ির আঙ্গিনা আর খোলা আকাশের নিচে।
রোদ-বৃষ্টিতে ভিজে এভাবে ক্লাস করতে কষ্টের কথা জানায় কোমলমতি শিক্ষার্থীরা।
ভবন না থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না বলে জানান অভিভাবকরা। আসছে বর্ষায় এই সংকট আরও প্রকট হবে বলে মনে করেন তারা।
শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এই শিক্ষা কর্মকর্তা।
শিশু শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান এলাকাবাসী।
আরও পড়ুন