ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস শুরু

প্রকাশিত : ১৬:৫৭, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

তিনদিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সকল বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। একই সাথে শুরু হয়েছে বন্দরে বিদেশী জাহাজের আগমন-নির্গমন।

বন্দর কর্তৃপক্ষ জানাযায়, শনিবার ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেয়ার পর এখানকার আবহাওয়া স্বাভাবিক হয়ে এসেছে। ফলে শনিবার রাত থেকেই শুরু করা হয়েছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কার্যকর্ম।

ঘূর্ণিঝড় ফণি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় রবিবারও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস সূত্রে জানাযায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফণির বিপদ সংকেত জারির পর মংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এম আর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি