সতর্ক সংকেত কমলেও সারাদেশে বাড়ছে তাপমাত্রা
প্রকাশিত : ২০:১২, ৫ মে ২০১৯

ঘূর্ণিঝড় ও ফণীর শক্তি কমে যাওয়ায় সতর্ক সংকেত কমিয়ে আনা হয়েছে সকল উপকূলীয় অঞ্চলে। কিন্তু সতর্ক সংকেত কমলেও ফের উত্তপ্ত হয়ে উঠছে পুরো দেশ। ঘূর্ণিঝড়টি আঘাত হানার প্রাক্কালে গত কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে আবারো শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু হয়েছে সারাদেশে।
বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তবে আজ রোববার থেকে আগামী কয়েক দিন ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত শুক্রবার সকালে ফণী ভারতের ওডিশায় আঘাত হানে। গতকাল শনিবার তা বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। ফণী উত্তর-পূর্ব ভারতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ফণী চলে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরকে//
আরও পড়ুন