নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার আশংকা করছেন গোয়েন্দারা
প্রকাশিত : ১৪:০৪, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৪, ৫ নভেম্বর ২০১৬
প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার আশংকা করছেন গোয়েন্দারা। এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এদিকে, সময় যতো গড়াচ্ছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অভাস ততই স্পষ্ট হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নানা নাটকীয়তার মাঝে এবার যোগ হয়েছে সন্ত্রাসী হামলার আশংকা।
গোয়েন্দারা বলছেন, নির্বাচনের আগের দিন নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় হামলা চালাতে পারে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। এমন তথ্য রয়েছে তাদের কাছে। এর প্রেক্ষিতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনের আগ মুহুর্তে হামলার হুমকির কারণে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশংকা করছেন বিশ্লেষকরা।
এদিকে, সময় যতো গড়াচ্ছে ততই জনসমর্থনের ব্যবধান কমছে দুই প্রার্থীর মধ্যে। শেষ মুহুর্তে ‘ব্যাটলগ্রাউন্ড খ্যাত অঙ্গরাজ্যগুলোতে’ মনোযোগ দিয়েছেন দুই প্রার্থী। নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আর পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন। চলছে পাল্টাপাল্টি আক্রমনও।
সংবাদ মাধ্যম সিএনএনের জরিপ বলছে, শেষ মুহুর্তে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটারদের মতের পরিবর্তন ঘটছে। আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও, মেইন রাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক, উতাহ এবং ওহিও অঙ্গরাজ্য এখন রিপাবলিকানদের দিকে ঝুঁকেছে। নিউ হ্যাম্পশায়ারেও দুর্বল হয়েছে হিলারির অবস্থান। তবে, ইলেকটোরাল ভোটের হিসেবে এখনো এগিয়ে হিলারি ক্লিনটন।
আরও পড়ুন