ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ঈদের অগ্রীম টিকিট বিক্রি ২৬ জুলাই থেকে শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই (শুক্রবার) থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট। ১১ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে এই টিকিট বিক্রি করা শুরু হবে। 

মঙ্গলবার বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 
এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, আগামী ২৬ জুলাই থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। 

রংপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের টিকিট প্রত্যাশিরা রাজধানীর গাবতলী, কল্যাণপুরে টিকিট কাটতে পারবেন। পাশাপাশি অনলাইনেও টিকিট ক্রয় করা যাবে। গতবারের ন্যায় এবারও টিকিট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এবারও যাতে কেউ অতিরিক্ত ভাড়া না নিতে পারেন, সেজন্য ভাড়ার চার্ট টাঙ্গানোর কথা বলা হয়েছে।

তারপরও যদি কোনো বাস মালিক বাড়তি ভাড়া নেন, তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বাসের টিকিট ২৬ জুলাই পাওয়া গেলেও ট্রেনের অগ্রিম টিকিট মিলবে দু’দিন পর ২৯ জুলাই থেকে।

গতবারের ন্যায় কলমলাপুর রেলস্টেশনসহ রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে এ টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

গতবারের ন্যায় এবারও শতকরা ৫০ ভাগ টিকিট অনলাইনে কাটার সুযোগ থাকবে। এজন্য নতুন করে যাতে ঝামেলায় পড়তে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে আগাম নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি