ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আটক ৩০ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতের আসামে আটক ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জকিগঞ্জ সীমান্তে ওই ৩০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেয় ভারতের আসামের করিমগঞ্জ জেলা প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত আসা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো। এ অপরাধে তাদের আটক রেখে বাংলাদেশে তাদের নাম পরিচয় নিশ্চিত হয়েই ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪ জন হিন্দুও রয়েছে।

বাংলাদেশিদের বহিষ্কারের ব্যাপারে আসামের রাজনীতিকরা বলছেন, বিশ-ত্রিশজন বাংলাদেশিকে বহিষ্কার করা গেলেও দীর্ঘদিন ধরে ভারতে থাকার লক্ষাধিক কথিত বিদেশিকে পাঠানো সম্ভব হচ্ছেনা।
 
চলতি বছরের মে মাসে আসামের সুতারকান্দি সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে বিতাড়িত করেছিলো ভারত সরকার। এর আড়াই মাসের মধ্যে ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সরকার।
 
আটককৃতরা সবাই আসামের শিলচর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, তেজপুর বা জোড়হাটের বিভিন্ন বিদেশি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

পাসপোর্ট জালিয়াতি করে প্রবেশেরে দায়ে সেখানে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হয় তাদের। পরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচয় জেনে বাংলাদেশে ফেরত পাঠানো হলো।

আই/এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি