ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারত গমনকালে ধরা খেলেন বদির ভাইপো

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ২১:৫৩, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

শাহজাহান মিয়া নামে এক পাসপোর্টধারীকে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার বিকালের দিকে তাকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, শাহজাহান মিয়া অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি।

জানা গেছে, আটক শাহজাহান মিয়া কক্সবাজার জেলার টেকনাফ থানার লংগদু গ্রামের জাফর আহমেদের ছেলে এবং সাবেক আলোচিত এমপি আব্দুর রহমান বদির ভাইপো।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এর সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, তার নামে অস্ত্র-মাদকসহ একাধিক মামলা থাকায় তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর পরই তাকে বেনাপোল স্থলবন্দর থানায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে জানা গেছে, বেনাপোল পোর্ট থানায় কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। থানার প্রধান গেট তালা দিয়ে সেন্ট্রী দিয়ে নিরাপত্তার দায়িত্ব কঠোরভাবে পালন করা হচ্ছে। সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
 
বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম থানার বাইরে এসে সাংবাদিকদের বলেন, তার পাসপোর্ট ব্লক করা ছিল। তাই ইমিগ্রেশন আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। টেকনাফ থানাকে তার আটকের বিষয়টি জানানো হয়েছে। 

সে টেকনাফ থানার শ্রমিকলীগের সভাপতি এবং কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচাতো ভাইপো বলে তিনি জানান। 

যশোর-এর নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, যদি কারও পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে সে বিদেশ যেতে পারবে না। সে অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। আমরা তার সম্পর্কে থানায় খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
 
এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি