‘মানব সেবায় নিবেদিত প্রাণ ছিলেন বেবী মওদুদ’
প্রকাশিত : ২২:২৭, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ২২:৩৭, ২৬ জুলাই ২০১৯

বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ বেবী মওদুদ ছিলেন মানব সেবাই নিবেদিত প্রাণ। সবসময় মানুষের সেবা করাই ছিল তার কাজ। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। গণতান্ত্রিক আন্দোলন করে নিজেকে ধন্য মনে করতেন। বেবী মওদুদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বেবী মওদুদের শুভান্যধায়ীদের আয়োজনে এ সভায় তার কর্মময় জীবন, সংগ্রাম নিয়ে স্মৃতি চারণ করেন তার বন্ধু-স্বজন, পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা।
সম্বরণ সভায় বক্তারা বলেন, বেবী মওদুদ এক নির্ভীক, সাহসী ও সৎ মানুষ ছিলেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার অনন্য অবদান, রাজনীতির ক্ষেত্রে তার দূরদর্শিতা ও বিচক্ষনতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বেবী মওদুদের কর্মপরিধি ছিল অনেক বিস্তৃত। তিনি ছিলেন লোভ-লালসার ঊর্ধ্বে। সারাজীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনেক সখ্য ছিল। চাইলে অনেক কিছু অর্জন করতে পারতেন, কিন্তু করেননি। মানুষের সেবা করে গেছেন সবসময়।
বাংলা অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, আমাদের এ সময়ে মানবিক মূল্যবোধ নেই। কিন্তু, এর মধ্যে বেবী ছিল এক উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষ সংসদ সদস্য হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন, সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেবী মওদুদকে প্রস্তাব দেওয়া হয়। তিনি লোভ-লালসা পছন্দ করতেন না।
বেবী মওদুদ ১৯৪৮ সালে ভারতের বর্ধমানে জন্মগ্রহন করেন। ২০১৪ সালে তিনি পরলোক গমন করেন। তিনি নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক ও বিশ্লেষক এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস ছিলেন। এছাড়া ছিলেন দশম জাতীয় সংসদের সংসদ সদস্য।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শেখ হাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বেবী মওদুদের ভাই আজিজুল হক, ছেলে রবিউল হাসান অভি, ছেলের স্ত্রী চয়নিকা চৌধুরী প্রমুখ।
আরকে//
আরও পড়ুন