বিশ্ব বাঘ দিবস আজ (ভিডিও)
প্রকাশিত : ১৩:১৬, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:০৩, ২৯ জুলাই ২০১৯
সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। প্রাকৃতিক এই বনেই বাস বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের। কিছুদিন আগেও এই বনে বাঘ ছিলো চার শতাধিক। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাংলাদেশ অংশে, এখন বাঘের সংখ্যা মাত্র ১১৪। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, খাদ্য সংকট ও চোরা শিকারীদের দৌরাত্ম্যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, সুন্দরবনের ঐতিহ্য টিকিয়ে রাখতে বাঘ সংরক্ষণে উদ্যোগী হতে হবে সবাইকে। বাগেরহাট প্রতিনিধির সহযোগিতায় বাঘ দিবসে মাসুমা লিসার বিশেষ রিপোর্ট।
ডোরাকাটা এই বাঘগুলোকে বলা হয় রয়েল বেঙ্গল টাইগার। প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবনে এক সময় অগুনতি বাঘ ছিলো। সময়ের সাথে সাথে বাঘের সংখ্যা কমেছে আশংকাজনক ভাবে।
১৯৭৫ সালে বুবার্ট হেনড্রিকস সুন্দরবনে ৩৫০টি বাঘ থাকার তথ্য দিয়েছিলেন। এর পর ১৯৮২ সালে মার্গারেট স্যালটার নমুনা ও সরেজমিন জরিপ চালিয়ে ৪২৫টি বাঘ থাকার কথা বলেন। এর দুই বছর পর রেক্স জিটিন্স সুন্দরবনের বন্যপ্রাণী অভয়ারণ্যে ১১০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৪৩০ থেকে ৪৫০টি বাঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
সুন্দরবন এলাকায় কাজ করেন এমন লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে ১৯৯২ সালে ৩৫৯টি বাঘ থাকার তথ্য দিয়েছিল বন বিভাগ। পরের বছর সুন্দরবনের ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় প্যাগমার্ক পদ্ধতিতে জরিপ চালিয়ে ধন বাহাদুর তামাং ৩৬২টি বাঘ আছে বলে তথ্য দিয়েছিলেন।
২০১৫ সালে বন বিভাগ জরিপ চালিয়ে বলেছিল, বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১০৬টি।
সুন্দরবন নিয়ে গবেষণাকারীরা বনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য চোরা শিকারি ও বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছে। সেই সাথে হরিণ শিকারের ফলে খাদ্য সংকটে বাঘের সংখ্যা বাড়ছে না বল্ওে মত তাদের।
বণ বিভাগের দাবী গত তিন বছরে বাঘের সংখ্যা কমেনি, বেড়েছে আটটি। বর্তমানে প্রতি ১০০ বর্গ কিলোমিটার আছে ২.১৭টি বাঘ। কর্মকর্তারা বলছেন বাঘ সংরক্ষনে নানামুখী উদ্যোগের পাশাপাশি সচেতনতাও জরুরী।
২০১৮ থেকে ২০২৭ অ্যাকশন প্ল্যান অনুযায়ী প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব হবে ৪.৫। এমনটা আশা করছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। আর বাঘ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশবাদীরা।
আরও পড়ুন