ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ঈদের দিনে বৃষ্টি হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন ঈদ উল আজহার দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পশু কুরবানি ও ঈদের জামাত বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঈদের দিনে বৃষ্টি হলেও যথাযথ ব্যবস্থা রাখতে পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর। গত জুনে অনুষ্ঠিত ঈদুল ফিতরের দিনেও সারা দেশে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে ঢাকা বিভাগসহ মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টির শঙ্কা কম। বৃষ্টির শঙ্কা বেশি চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ সমুদ্র উপকূলের নিকটবর্তী দেশের দক্ষিণের এলাকাগুলোতে। তবে এসব এলাকায় বৃষ্টি হলেও মাত্রা ও ব্যাপ্তি অনেক কম হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘বৃষ্টির ব্যাপ্তি কিছুটা বেড়েছে। আগামী ৫-৯ তারিখ পর্যন্ত সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকবে। ঈদের দিন উপকূলীয় এলাকায় বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে হলেও খুব বেশি না। গত ঈদের মত ব্যাপক বৃষ্টির শঙ্কা এবার নেই। ঢাকাসহ সমুদ্র উপকূল থেকে উপরিভাগের এলাগুলোতে বৃষ্টির শঙ্কা তেমন নেই। তবে ঈদের দু-তিনদিন আগে আরও বিস্তারিত বলা যাবে।’

এদিকে রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। লঘুচাপটি সৃষ্টি হলে সারাদেশেই বৃষ্টির মাত্রা বাড়বে। সোমবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি