ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

৩ বাহিনীর প্রধানরা দ্বায়িত্ব পালন করতে পারবে মেয়াদে সর্বোচ্চ চার বছর, খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

প্রকাশিত : ১৯:০৩, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এখন থেকে, সেনা, নৌ ও বিমান-এই তিন বাহিনীর প্রধানরা মেয়াদে সর্বোচ্চ  চার বছর দ্বায়িত্ব পালন করতে পারবে।  এমনই, ব্যবস্থা রেখে, প্রতিরক্ষাবাহিনী প্রধান আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এছাড়া, বর্ডার হাট এর সীমা ৩ বছর থেকে বাড়িয়ে, ৫ বছর করার প্রস্তাব করে, নবায়নকৃত সমঝোতা চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। দেশ স্বাধীনের পর, অদ্যবধী ৪৫ বছরেও, প্রতিরক্ষা বাহিনী প্রধানদের নিয়োগ, অবসরগ্রহন ও ভাতা বিষয়ে কোন আইন তৈরী হয়নি। এই কাজগুলো পরিচালিত হয়েছে, সেনাবাহিনীর, জেনারেল সার্ভিসেস ইনস্ট্রাকশন-জেএসআই অনুসারে। যদিও, সংবিধানে ধারা ৬২এর ১-গ তে, আইন করার বাধ্যবোধকতা আছে। সোমবার, সচিবালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে, এ সংক্রান্ত আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এ আইনে, এখন, থেকে সেনা, বিমান ও নৌ বাহিনী প্রধানরা যোগদানের পর, সর্বোচ্চ ৪ বছর দ্বায়িত্ব পালন করতে পারবে। যোগদানের তারিখ থেকে, তা এক সঙ্গে বা বর্ধিত মেয়াদে নির্ধারিত হবে এই চার বছর।   বেতন, মন্ত্রী পরিষদ সচিবের সমান হলেও কিছু নিদিষ্ট ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল থাকবে। পরে, বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন, মন্ত্রী পরিষদ সচিব। বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার হাট, স্থাপন ও পরিচালনায়, নবায়ন কৃত সমঝোতা স্বাক্ষরের, খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এখানে, হাটের মেয়াদ, ৩ থেকে বাড়িয়ে ৫ বছর; বিক্রেতার সংখ্যা ২৫ স্থলে দ্বিগুন এবং পণ্যক্রয়সীমা ১শ থেকে ২শ ডলার করা হয়েছে। এছাড়া, বড় কোন পরিবর্তন ছাড়াই ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬; বীজ আইন, ২০১৬ এবং ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি