ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও তীব্র হতে পারে

প্রকাশিত : ১৮:৩৭, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আধিপত্য নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও তীব্র হতে পারে। স্থানীয় সময় রোববার সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে, তাইওয়ান প্রশ্নে ‘এক চীন’ নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, এর ফলে নতুন করে ভাবতে শুরু করবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার বক্তব্য চার দশকের চীন-মার্কিন সম্পর্কে পরিবর্তনের স্পষ্ট আভাস দিলো। ১৯৭৯ সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ানকে নিয়ে ভিন্ন মত দিলো, প্রশ্ন তুলল এক চীন নীতি নিয়ে। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে চীনের কাছ থেকে ছাড় না পেলে তাইওয়ান ইস্যুতে দেশটিকে সমর্থন দেয়ার কোন কারণ নেই। চীনের মুদ্রানীতি, উত্তর কোরিয়ার পারমানবিক বোমা তৈরি ও দক্ষিণ চীন সাগরে এর কর্মকান্ডেরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। যদিও সম্পর্ক পরিবর্তনের আভাসটা মিলেছিল সপ্তাহ খানেক আগে। রীতি ভেঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ চমকে দেয় পুরো বিশ্বকে। তীব্র প্রতিবাদ জানায় চীন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ইঙ্গিতের মধ্য দিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন আধিপত্য শক্তিশালি করার দিকে নজর দিচ্ছেন ট্রাম্প। এর ফলে, মালেয়শিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশ বেইজিং না ওয়াশিংটন কাকে বেছে নেবে তা নিয়ে ভাবতে শুরু করবে। একইসঙ্গে বাড়বে অনিশ্চিয়তাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি