রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন মধ্য পর্যায়ের কর্মকর্তা জড়িত
প্রকাশিত : ১২:৪২, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪২, ১৩ ডিসেম্বর ২০১৬
রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন মধ্য পর্যায়ের কর্মকর্তা জড়িত রয়েছেন- এমনটাই বলছেন তদন্ত কর্মকর্তারা। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে জড়িতদের শিগগিরি গ্রেফতার করার কথাও বলা হয়। বিশ্বব্যাপী আন্তঃব্যাংকিং লেনদেন সংস্থা সুইফট এখনও হ্যাকিং ঝুঁকিতে রয়েছে বলেও অন্য এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
রিজার্ভ চুরিতে এবার স্পষ্ট হতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়। এ ঘটনায় উচ্চ পর্যায়ের এক তদন্ত কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এমন তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
এতে বলা হয়, বিদেশীদের সাথে যোগসাজসে ব্যাংকের কয়েকজন মধ্য পর্যায়ের কর্মী উদ্দেশ্য প্রণোদিতভাবে কম্পিউটারের নেটওয়ার্ক অনিরাপদ করে রেখেছিলেন। আর হ্যাকাররা এই সুযোগটাই নিয়েছিল।
তবে এসব কর্মকর্তারা কীভাবে হ্যাকারদের সাথে যুক্ত হয়েছিলেন, কিংবা তারা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কি না তা এখনও জানা যায়নি। এদের পরিচয় জানাতে অপারগতা জানালেও গ্রেফতারের ব্যাপারে আশাবাদি তদন্ত কর্তৃপক্ষ।
এরআগে গেল বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসে।
এদিকে অপ্রকাশিত এক চিঠির বরাত দিয়ে রয়টার্স বলছে, এখনও ঝুঁকিতে রয়েছে সুইফট। আরো অত্যাধুনিক কৌশল ব্যবহার করে সাইবার হামলার চেষ্টা অব্যাহত রেখেছে হ্যাকাররা।
আরও পড়ুন