ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

প্রকাশিত : ১৩:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৮, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আজ ১২ই রবিউল আওয়াল, ঈদ-ই-মিলাদুন্নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম ও মৃত্যু দিন। ৫৭০ খৃস্টাব্দে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে আমেনার কোলে জন্ম নেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে আধ্যাত্মিক ও রাজনৈতিকভাবে সফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ অনুসরণ প্রয়োজন বলে মনে করেন ইসলামী চিন্তাবিদেরা। আরবে তখন জীবন্ত কন্যা সন্তানকে পুড়িয়ে মারা হতো, গোত্রে গোত্রে হরহামেশা লেগে থাকতো যুদ্ধ- এককথায় সভ্যতার অন্ধকার সময়ে মুহাম্মদ সা. এর জন্ম। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরে মা আমেনার ঘরে জন্ম নেন সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সা.। জন্মের পর শিশু মুহাম্মদকে দুধ পান করান বিবি হালিমা। চার বছর বয়সে মা এবং ৬ বছর বয়সে দাদাকে হারান তিনি। চরিত্রগুনে কিশোর মুহাম্মদকে বন্ধুরা আল-আমীন বলে ডাকতো। ৪০ বছর বয়সে, নবুওত লাভ করেন মুহাম্মদ সা.। এর পর নানা ঘটনার পরিক্রমায় দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হয় পবিত্র কোরআন। তাঁর চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো মানুষ। তবে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মক্কার মানুষ, তাদের নির্যাতনের কারনে মদীনায় হিজরত করেন মহানবী সা.। হিজরতের অষ্টম বছরে বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন তিনি। হিজরি ১১ সনের ১২ রবিউল আউয়াল তারিখে ৬৩ বছর বয়সে মারা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বজুড়ে ইসলামের নামে যে সন্ত্রাস চলছে মুহাম্মদ সা. তা অনুমোদন করেননা বলে মন্তব্য  ধর্মবিদদের। কোরআন এবং মুহাম্মদ সা. এর নীতিতে চললে সমাজে বিশৃংখলা থাকবেনা বলেও মন্তব্য ইসলামী চিন্তাবিদদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি