ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

দক্ষ জনবলের অভাবে চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা যাচ্ছে না

প্রকাশিত : ১৯:১৫, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৫, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দক্ষ জনবলের অভাবে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা যাচ্ছে না চট্টগ্রামকে। মেয়র আ জ ম নাসির উদ্দিন বলছেন, ৬০ বর্গমাইলের প্রায় ৬০ লাখ জনসংখ্যার এই নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তা-ঘাট মেরামতসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এখন কঠিন চ্যালেঞ্জ। সরকারের প্রয়োজনীয় অনুদান আর উন্নয়ন বরাদ্দ পাওয়ার পরও চৌকস জনবলের অভাবে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে বলে জানান তিনি। ২৮ বছর আগের অর্গানোগ্রাম দিয়েই চলছে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান কর্মকাণ্ড। বর্তমানে ৭ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারির মধ্যে ৪ হাজারেরই অস্থায়ী নিয়োগ। এরমধ্যে আবর্জনা পরিস্কারের কাজে নিয়োজিত ১ হাজার ৯০০ জন। অথচ একই বিভাগে ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী প্রায় সাড়ে ৮ হাজার। বিভিন্ন সময়ে মেয়ররা জোড়াতালি দিয়েই চালিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশাল কর্মযজ্ঞ। পদোন্নতিপ্রাপ্তরাই বিভিন্ন সময় বিভাগীয় প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন। আধুনিক নগরী গড়তে পরিকল্পনা প্রণয়ণের জন্য দক্ষ স্থপতিদের সমন্বয়ে আলাদা কোনো বিভাগও নেই চট্টগ্রাম সিটি করপোরেশনে। আর এ’সব নিয়ে চিন্তিত করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির। নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর মারাত্মক এই সংকট দূর করতে করপোরেশনের বিভাগীয় প্রধানদের নিয়ে অর্গানোগ্রাম তৈরির কাজে হাত দিয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে অর্গানোগ্রাম তৈরি করে ঢাকায় পাঠানো হবে চলতি মাসেই। নিয়ম অনুযায়ি স্থানীয় সরকার, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর মিলবে জনবল নিয়োগের অনুমোদন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি