আলেপ্পোতে যুদ্ধবিরতি কাজে আসেনি
প্রকাশিত : ১৬:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ১৪ ডিসেম্বর ২০১৬
আলেপ্পোতে রাশিয়ার যুদ্ধবিরতি কাজে আসেনি আল্লেপ্পোবাসীর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়ার কথা বলা হলেও আটকে দিয়েছে আসাদপন্থী সেনারা। শহরগুলোতে বাস পৌঁছুলেও ঘর থেকে ভয়ে বের হয়নি কেউ। বিদ্রোহীদের দাবি, আসাদপন্থীদের হত্যাযজ্ঞই এর মূল কারণ।
দীর্ঘ লড়াইয়ের পর অলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় আসাদপন্থীরা। আনন্দ মিছিলও করে আলেপ্পোবাসী। তবে আটকে থাকা নাগরিকদের ঘরে ঘরে ঢুকে সরকারপন্থীরা গুলি করে হত্যা করছে, জাতিসংঘের এ খবরে তৈরি হয় শঙ্কা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানায়, বিভিন্ন এলাকায় বোমা হামলার খবর।
এর কয়েক ঘণ্টা পরেই পূর্ব আলেপ্পোয় সামরিক হামলা বন্ধ হয়েছে বলে জানায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথাও বলা হয়। সাথে বেরোতে পারবে বেসামরিক নাগরিকরাও।
সেই অনুযায়ি বুধবার ভোরে বেশ কয়েকটি সরকারি বাসও যায় শহরগুলোতে। তবে বের হয়ে আসেনি কেউ। বিদ্রোহীদের দাবি আসাদ সরকারই তাদের বেরিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এদিকে আলেপ্পোর যুদ্ধ বন্ধে তুরস্ক, জর্ডান, জার্মানে বিক্ষোভ হয়েছে। একই বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ও জাতিসংঘ। তাদের সবারই আহ্বান আলেপ্পোর যুদ্ধবিরতি।
আরও পড়ুন