উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কর্ণফুলীর তীরে গড়ে উঠছে ইটভাটা
প্রকাশিত : ০৯:৪৭, ২২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ২২ ডিসেম্বর ২০১৬
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কর্ণফুলীর তীরে গড়ে উঠছে ইটভাটা। গত আগষ্টে নদীর দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও জেলা প্রশাসন বলছে এখনো তারা রায়ের কপি হাতে পাননি। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। আর পরিবেশ অধিদফতর বলছে জনবল কম থাকায় নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না।
২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে কর্ণফুলীর দুই তীরে অবৈধ দুই হাজার ১৮১টি স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু আদেশের কপি না পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
এদিকে কর্নফুলীর তীর ঘেষে গড়ে উঠছে অবৈধ ইট ভাটা। পরিবেশবিদরা বলছেন, চট্টগ্রামে বায়ুতে প্রতি ঘন মিটারে ক্ষুদ্র বস্তুর কণা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নানা অসুখ-বিসুখের পাশাপাশি দুষিত হচ্ছে পরিবেশ। তবে জনবল সংকটের কারনে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
এদিকে হাইকোর্টের নির্দেশনা নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে কর্ণফুলীর তীরে ইটভাটার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
দেশের লাইফ লাইন হিসাবে পরিচিত কর্নফুলী রক্ষা এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধা স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন --এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন