ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ব্যাংকিং খাত উদ্বৃত্ত তারল্যে ভাসছে

প্রকাশিত : ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

উদ্বৃত্ত তারল্যে ভাসছে দেশের ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর শেষে ব্যাংকে মোট তরল সম্পদের পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, মূলত বিনিয়োগে স্থবিরতার কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কয়েকবছর আগেও তারল্য সংকটে থাকতো দেশের বেশীরভাগ বেসরকারী ব্যাংক। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি ঠিক বিপরীত অবস্থানে এসে দাঁড়িয়েছে। ব্যাংকে অলস পড়ে আছে সিন্দুকভর্তি টাকা । কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গেল সেপ্টেম্বরে ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের পরিমান ছিল প্রায় আড়াই লাখ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে সে পরিমান দুই লাখ ৬২ হাজার কোটি টাকারও বেশী। যার অধিকাংশই জমা আছে সরকারি সিকিউরিটিজে। এঅবস্থায় তারল্য একধরণের বোঝা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক গুলোর কাছে। মূলত বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ অবস্থা বিরাজ করছে বলে জানালেন বিশেষজ্ঞরা। সংকট উত্তরণে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে পদ্মা সেতুসহ দেশব্যাপী চলমান মেগা প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে এ অবস্থার উন্নতি হবে বলে মনে করছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি