পারিবারিক মূল্যবোধের অভাবেই নারীরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে
প্রকাশিত : ০৯:৪১, ৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪১, ৩ জানুয়ারি ২০১৭
পারিবারিক মূল্যবোধের অভাবেই নারীরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতেই নারী ও শিশুদের জঙ্গি কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। সাংস্কৃতিক আন্দোলনে জঙ্গিবাদ প্রতিরোধের পরামর্শ বিশিষ্ঠজনদের।
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নারকীয় হামলা চালিয়ে জঙ্গিরা তাদের শক্তির জানান দেয়। দেশব্যাপী শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় তামিম চৌধুরী, জাহিদ ছাড়াও নব্য জেএমবির বেশ কয়েকজন জঙ্গি।
সর্বশেষ ২৪ ডিসেম্বর রাতে আশকোনার অভিযানে নতুন অভিজ্ঞতা হয় আইন শৃঙ্খলাবাহিনীর। অভিযানে এক নারী জঙ্গি আত্মঘাতী হয়, ঢাল হিসেবে ব্যবহার করা হয় শিশুদেরও। আত্মসমর্পণ করে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী ও জঙ্গি মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষা মণি।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ঢাল করে নারীদের জঙ্গি কার্যক্রমে ব্যবহার সমাজকে নতুন করে অস্থিরাতার দিকে ঠেলে দেয়ারই পরিকল্পনা।
সাংগঠনিক তৎপরতার পাশাপাশি সাংস্কৃতিক আন্দেলনেই জঙ্গিবাদ মোকাবেলার পরামর্শ বিশিষ্টজনদের।
জঙ্গি দমনে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বানও জানান তারা।
আরও পড়ুন