অপরিকল্পিত নগরায়নে দেশে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে
প্রকাশিত : ১৩:৪৭, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ৪ জানুয়ারি ২০১৭
অপরিকল্পিত নগরায়নে দেশে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে, যেকোন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি যেমন বাড়বে, তেমনি বিঘিœত হবে উদ্ধার কার্যক্রম।
ভারত ও মিয়ানমারে সাম্প্রতিক মাঝারি মাত্রার ভূ-কম্পন জানান দিচ্ছে, ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশও।
টেকটোনিক প্লেটের অবস্থান বিশ্লেষন করে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল বড় ধরণের ভূমিকম্পের কেন্দ্রস্থল হতে পারে।
সেই ঝুঁকির কথা মাথায় রেখে বিশ্লেষকরা বললেন, অপরিকল্পিত নগরায়নে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।
নতুন বহুতল ভবন এবং অভিজাত বিপনীবিতানে দুর্ঘটনার সময় প্রাণহানি কমাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও, পুরনো ভবনগুলোর বিষয়ে ভাববার সময় এসেছে বলেও জানান তারা।
আরও পড়ুন