ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ভয়াবহ আকার ধারণ করেছে কৃষিতে কীটনাশকের ব্যবহার

প্রকাশিত : ১৩:০০, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৫২, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দিনে-দিনে ভয়াবহ আকার ধারণ করেছে কৃষিতে কীটনাশকের ব্যবহার। তবে কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, বিষের ব্যবহার কিছুটা কমেছে। এ অবস্থায় অর্গানিক কৃষিপণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে বেড়েছে কৃষি উৎপাদন। এখন জমিতে বছরে হচ্ছে দুই-তিন ফসল। তবে ফুল ও ফসলের কীট দমনের নামে কিটনাশকের অবাধ ব্যবহার ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এই বিষের যোগান দিচ্ছে দেশি-বিদেশি ১শ’ ১১টি প্রতিষ্ঠান। এরপরও রয়েছে উৎপাদিত ফসলে ফরমালিনের ব্যবহার। সবমিলে উৎপাদনের নামে চলছে মারাত্মক নৈরাজ্য। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, কিটনাশকের ব্যবহার কমাতে তাদের কার্যক্রম থেমে নেই। বিশেষজ্ঞরা বলছেন, একই মাঠে অবাধে বিষ ব্যবহারের কারণে পুরো মাটিই হয়ে গেছে দুষিত। কীটনাশকের ব্যবহার কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাঁদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি