ঢাকার খালগুলো দখল-দূষণে বিপর্যস্ত
প্রকাশিত : ১৫:০০, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২০, ৭ জানুয়ারি ২০১৭
দখল-দূষণে বিপর্যস্ত ঢাকার খালগুলো। দুই সিটি কর্পোরেশনের হিসেবে, প্রতিদিন ১০ হাজার ঘনমিটারের বেশি বর্জ্য পড়ছে খাল ও নদ-নদী গুলোতে। সেইসঙ্গে রয়েছে দখলদারদের থাবা। খালগুলো যেন পরিণত হয়েছে সরু ড্রেনে। কোথাও কোথাও খালের ওপরেই গড়ে উঠেছে বহুতল ভবন।
ঢাকা, বিশ্বের ঘনবসতিপূর্ণ নগরীগুলোর মধ্যে অন্যতম। ঢাকার বিভিন্ন এলাকার তাপমাত্রায় রয়েছে তারতম্য। পরিবেশ বিশেষজ্ঞরাই বলছেন ধানমন্ডি এলাকার তুলনায় পল্টন এলাকার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর পেছনের কারণই বা কি?
দক্ষিণগাঁও-নন্দীপাড়ার জিরানী খাল। সাইনবোর্ডে লেখা রয়েছে নানা নির্দেশনা। কিন্তু চোখ ঘোরালেই উল্টো চিত্র।
খালের ওপরের এ বাড়িগুলোর মালিকরা এখানে থাকেন না। তবে অনেক খোঁজাখুজির পর দেখা মিললো এই বাড়িওয়ালার সাথে। খাল দখলের অভিযোগ বেমালুম অস্বীকার করলেন তিনি।
মিরপুরের রূপনগর খালটি শুধু দুষিতই হয়নি, দখলদারদের দৌরাত্ম্যে অস্তিত্বই হারাতে বসেছে।
রীতিমতো খাল ভরাট করে গড়ে উঠেছে দোকান, গ্যারেজসহ নানা স্থাপনা। কর্তৃপক্ষের নীরবতার সুযোগেই দখল করেছেন বলে অকপটে স্বীকার করলেন দখলদাররা।
ঢাকার খালগুলো দখল ও দূষনমুক্ত করতে ওয়াশা ও সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা।
এমনিতেই দখল হতে হতে হারিয়ে গেছে ঢাকার অনেক খাল। যেগুলো আছে সেগুলোও মরতে বসেছে। খালগুলো দখল ও দুষণমুক্ত করে ঢাকাকে আরো দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করার দাবি নগরবাসীর।
আরও পড়ুন